স্থানীয় সংবাদ
Published :
<span class="center">বজ্রপাতে যুবকের মৃত্যু</span>
পঞ্চগড়ের আটোয়ারীতে ঘাস কেটে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে পখিন চন্দ্র বর্মন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়ার ঝাকুয়া পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত পখিন চন্দ্র বর্মন একই গ্রামের ধীরেন চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলের পর গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান পখিন। ঘাস নিয়ে বাড়ির পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
সূত্র : <a class="link" href="https://www.jagonews24.com/country/news/970602">জাগো নিউজ</a>
