PUBLIC FIGURES
Published :
<span class="center">চিত্ত রঞ্জন দত্ত</span>
চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার।
৪নং সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। সেক্টর কমান্ডার্স ফোরামের সাথে যুক্ত । এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি 'বীরউত্তম সি আর দত্ত' সড়ক নামে নামকরণ করা হয় ।
মৃত্যুর তিনদিন আগে ফ্লোরিডার যে বাসায় থাকতেন সেখানের বাথরুমে পড়ে যান। স্বজনরা হাসপাতালে নিলেও সেখানে কোমায় চলে যান। আর জ্ঞান ফেরেনি। ২৫ আগস্ট ২০২০ বাংলাদেশ সময় সকাল ৯টায় মৃত্যুবরণ করেন।