About Us

Updated August 30, 2021

কেন ফক্স থার্ড আই ?

বাংলাদেশের উত্তরাঞ্চলের বাংলাভাষার পাঠকের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে এগিয়ে চলার লক্ষ্য আমাদের। আমরা বিশ্বাস করি, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এখন এটা অনস্বীকার্য যে- ‘তথ্যই শক্তি’। এই বাস্তবতা বিবেচনায় রেখে আমরা সমাজের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে প্রfন্তিক অবস্থানের মানুষটির জন্য তথ্য, বিশেষত ‘সংবাদ’-এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। আমরা আমাদের পাঠককে জানাতে চাই সংবাদের পেছনের সংবাদটি। সে কারনে নিউজ বিহাইন্ড দ্যা নিউজ শ্লোগানে ফক্স থার্ড আই এর পথচলা।

আমরা সংবাদ তৈরি করি না, সংবাদ হিসেবে ঘটে যাওয়া তথ্যটি প্রমান সহকারে প্রচার করি- এটাই ফক্স থার্ড আই এর মন্ত্র। পেশাদার সাংবাদিকতার একটি বিশ্বস্ত নাম ফক্স থার্ড আই। আমরা প্রতিষ্ঠা করতে চাই- সাংবাদিকতা এমন একটি পেশা যা গণতন্ত্রকে মজবুত করে, সমাজকে শক্তিশালী করে।

অভিযাত্রা

বাংলাদেশের উত্তরাঞ্চলের বাংলাভাষী মানুষের জন্য বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার অভিযাত্রায় ফক্স থার্ড আই

আমাদের প্রতিশ্রুতি মূলত:

পাঠক-দর্শকের আস্থার প্রতিফলন এবং তাদের মুখপত্র হিসেবে অবস্থান তৈরি করা। সংবাদ এবং তথ্য প্রচারে ভ্রান্তি ও অসততা পরিহার করা। তরুণ জনগোষ্ঠীর মতপ্রকাশের মঞ্চ হিসেবে ভূমিকা পালন। সমাজের প্রচলিত কুসংস্কার ও পশ্চাৎপদতাকে প্রশ্ন করা ও তা দূর করতে সক্রিয় ভূমিকা পালন। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলায় সহায়ক ভূমিকা পালন। ঘটে যাওয়া সংবাদের গভীরে ঢুকে মূল ঘটনাটি পাঠকের সামনে তুলে ধরা

মত প্রকাশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, নারী স্বাধীনতা, দুর্নীতিবিরোধী অবস্থান এবং ব্যক্তি-গোষ্ঠী-রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করার প্রশ্নে আমরা আপসহীন। ফক্স থার্ড আই বাংলাদেশ ও বাংলা ভাষার মর্যাদা তুলে ধরার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। বাংলাদেশে পেশাদার সংবাদ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিতেই আমাদের এই অভিযাত্রা।